টাঙ্গাইলের ৮টি আসনে এবার মোট ৫৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

টাঙ্গাইল টাঙ্গাইল স্পেশাল লিড নিউজ

হাসান সিকদার ॥
সকল আনুষ্ঠানিক পর্ব শেষে দ্বাদশ সংসদ নির্বাচন গড়িয়েছে মাঠের লড়াইয়ে। টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বুঝে নিয়ে প্রার্থীরা নেমে পড়েছেন আনুষ্ঠানিক প্রচারে। আগামী (৭ জানুয়ারি) ভোটের আগে (৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত চলবে এই প্রচার পর্ব। এ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়া শুরু করেছেন প্রার্থীরা। নির্বাচনি সভা-সমাবেশ-মিছিলে সরগরম হয়ে উঠেছে পুরো টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে মোট ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মোট প্রার্থী ৪ জন। এরা হলেন- ড. আব্দুর রাজ্জাক (আওয়ামী লীগ-নৌকা), খন্দকার আনোয়ারুল হক (স্বতন্ত্র-ট্রাক), ফারুক আহম্মেদ (কৃষক শ্রমিক জনতা লীগ-গামছা), মোহাম্মদ আলী (জাতীয় পার্টি-লাঙ্গল)।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৩২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৮৮ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২৩৫ জন, হিজড়া ১ জন।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মোট প্রার্থী- ৬ জন। এরা হলেন-ছোট মনির (আওয়ামী লীগ-নৌকা), ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু (স্বতন্ত্র-ঈগল), হুমায়ন কবীর তালুকদার (জাতীয় পার্টি-লাঙ্গল), সাইফুল ইসলাম (ন্যাশনাল পিপলস্ পার্টি- আম), গোলাম সারোয়ার (গণফ্রন্ট-মাছ) ও মোহাম্মদ রেজাউল করিম (বাংলাদেশ কংগ্রেস-ডাব)। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯০২ জন, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩৪৫ জন, হিজড়া ১ জন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মোট প্রার্থী- ৬ জন। এরা হলেন- ডা. কামরুল হাসান খান (আওয়ামী লীগ- নৌকা), আমানুর রহমান খান রানা (স্বতন্ত্র- ঈগল), আব্দুল হালিম (জাতীয় পার্টি- লাঙ্গল), জাকির হোসেন (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- নোঙ্গর), সাখাওয়াত সৈকত (বাংলাদেশ সাম্যবাদী দল- চাকা), হাসান আল মামুন সোহাগ (ন্যাশনাল পিপলস পার্টি- আম)। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৪৯০ জন, নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৮১ জন, হিজড়া ২ জন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মোট প্রার্থী ৯ জন। এরা হলেন- মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু (আওয়ামী লীগ-নৌকা), আব্দুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র-ট্রাক), সারওয়াত সিরাজ শুক্লা (স্বতন্ত্র-ঈগল), ইঞ্জিনিয়ার লিয়াকত আলী (জাতীয় পার্টি-লাঙ্গল), সাদেক সিদ্দিকী (জাতীয় পার্টি. জেপি- বাইসাইকেল), শহিদুল ইসলাম (তৃণমূল বিএনপি-সোনালী আঁশ), শুকুর মামুদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি-একতারা), মোন্তাজ আলী (জাকের পার্টি- গোলাপফুল), এসএম আবু মোস্তফা (জাসদ-ইনু-মশাল)। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৯২ জন, নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬২ জন, হিজড়া ২ জন।
টাঙ্গাইল-৫ (সদর) আসন মোট প্রার্থী ৯ জন। এরা হলেন- এডভোকেট মামুন অর-রশিদ (আওয়ামী লীগ-নৌকা), মুরাদ সিদ্দিকী (স্বতন্ত্র-মাথাল), ছানোয়ার হোসেন (স্বতন্ত্র-ঈগল), মোজাম্মেল হক (জাতীয় পার্টি-লাঙ্গল), এডভোকেট খন্দকার আহসান হাবিব (স্বতন্ত্র-কেটলি), জামিলুর রহমান মিরন (স্বতন্ত্র-ট্রাক), হাসরত খান ভাসানী (বাংলাদেশ সুপ্রিম পার্টি-একতারা), শরিফুজ্জামান খান (তৃণমূল বিএনপি-সোনালী আঁশ), তৌহিদুর রহমান চাকলাদার (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-নোঙ্গর)। টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৩৪ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৪৭২ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৭২২ জন।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মোট প্রার্থী ৮ জন। এরা হলেন- আহসানুল ইসলাম টিটু (আওয়ামী লীগ-নৌকা), তারেক শামস খান হিমু (স্বতন্ত্র-ঈগল), আবুল কাশেম (জাতীয় পার্টি-লাঙ্গল), মুহাম্মদ আশরাফুল ইসলাম (স্বতন্ত্র-ট্রাক), খন্দকার ওয়াহিদ মুরাদ (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-নোঙ্গর), মোহাম্মদ আনোয়ার হোসেন (বাংলাদেশ তরিকত ফেডারেশন-ফুলের মাল), আব্দুল করিম (বাংলাদেশ সুপ্রিম পার্টি-একতারা), সৈয়দ মাহমুদুল ইলাহ (স্বতন্ত্র-বাঁশি)। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৪২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৩ হাজার ১৭১ জন, নারী ভোটার ২ লাখ ১৯ হাজার ২৫০ জন, হিজরা ৫ জন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট প্রার্থী ৮ জন। এরা হলেন- খান আহমেদ শুভ (আওয়ামী লীগ-নৌকা), মীর এনায়েত হোসেন মন্টু (স্বতন্ত্র-ট্রাক), আরমান হোসেন তালুকদার (কৃষক শ্রমিক জনতা লীগ-গামছা), জহিরুল ইসলাম জহির (জাতীয় পার্টি-লাঙ্গল), মঞ্জুর রহমান মজনু (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-মশাল), মোক্তার হোসেন (জাকের পার্টি-গোলাপফুল), রুপা রায় চৌধুরী (বাংলাদেশ কংগ্রেস-ডাব) ও গোলাম নওজব চৌধুরী পাওয়ার (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি- হাতুড়ী)। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৪৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ২২০ জন, হিজড়া ৬ জন।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মোট প্রার্থী ৮ জন। এরা হলেন-অনুপম শাহজাহান জয় (আওয়ামী লীগ- নৌকা), বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম (কৃষক শ্রমিক জনতা লীগ- গামছা), রেজাউল করিম (জাতীয় পার্টি-লাঙ্গল), মোস্তফা কামাল (বাংলাদেশ কংগ্রেস-ডাব), আবুল হাশেম (বিকল্পধারা বাংলাদেশ- কুলা), পারুল (তৃণমূল বিএনপি- সোনালী আঁশ)। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ৮২ জন, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩৪ জন, হিজড়া ৪ জন।

 

 

১,৯১১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *