
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার মাইজবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মাদারিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মাইজবাড়ী গ্রামের সোবাহান (২০)।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম জানায়, বুধবার (২০ ডিসেম্বর) রাতের কোন সময় উপজেলার মাইজবাড়ী একটি দোকানের টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে নগদ টাকা চুরি করে গ্রেফতারকৃতরা। সকালে দোকানে গিয়ে চুরির ঘটনাটি দোকান মালিক জুব্বার জানতে পারেন। পরে থানায় অভিযোগ দায়ের করার পর অভিযান চালিয়ে এক ঘন্টার মধ্যে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে নাজমুল মাদকসেবী বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ বলেন, দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। চুরির ২৩ হাজার টাকার মধ্যে ২২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সেটি তদন্ত চলছে।