
জাহিদ হাসান ॥
চারদিকে এখন নির্বাচনী আমেজ। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থীরা এখন টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মাঠে ময়দানে। আবার কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এরই মধ্যে মাঠে-ময়দানে প্রার্থীদের পক্ষে নানা মেরুকরণ শুরু হয়েছে। প্রভাবশালীদের পক্ষে রাখতে চলছে এক রকম প্রতিযোগিতা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জমজমাট হচ্ছে নির্বাচনের পরিবেশ। এবার নতুন ভোটারদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। হাট-বাজার, চায়ের দোকানসহ সবখানেই ভোটের আলাপ। পৌষের শিশির ঝরা রাতেও নির্বাচনী তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থী বেশি হওয়ার কারণে জমে উঠেছে নির্বাচন।
গত (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়ার পরই নির্বাচনী প্রচার শুরু হয়েছে। এই প্রচার চলবে আগামী (৫ জানুয়ারি) পর্যন্ত। ভোট গ্রহণ হবে (৭ জানুয়ারি)। কিন্তু এর আগেই এক রকম প্রচার শুরু হয়ে গেয়েছিল। বিশেষ করে দলীয় প্রতীক নৌকা, লাঙ্গল, গামছাসহ বিভিন্ন প্রতীকের প্রচার চলমান ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এবার বেশি প্রচার দেখা যাচ্ছে। সূত্রে জানা যায়, জেলার পাঁচটি আসনেই আওয়ামী লীগের স্বতন্ত্র তথা বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাই আওয়ামী লীগের কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। ফলে আওয়ামী লীগের শক্ত প্রার্থী থাকলেও এবার চ্যালেঞ্জে পড়তে হবে।
উন্নয়ন নিয়ে নৌকার প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এক সময়কার বিএনপির ঘাঁটি বিএনপি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী থাকার কারণে ভোট হবে উৎসবমুখর। তবে নৌকায় চির ধরাতে চান স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পার্টিও (জাপা) শক্তভাবে লড়াই করার আভাস দিচ্ছে।