
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে মাদক সেবনের দায়ে একজনকে আটক করে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি উপজেলার রৌহা গ্রামের মালেকের ছেলে নুরজামাল (৩৪)। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদণ্ড প্রদান করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আকস্মিক অভিযান করে মাদকসেবী নুরজামাল কে আটক করা হয় এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।