
স্টাফ রিপোর্টার ॥
আগামী (৭ জানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডুবাইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাথুলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নৌকা প্রতিকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপিকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী সভার অনুষ্ঠিত হয়।
ডুবাইল ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি মান্নান ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমনসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।