স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনকে স্মার্ট জনপদ হিসেবে গড়ে তোলতে মির্জাপুরবাসী নৌকার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। তারা উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে উদগ্রীব হয়ে আছে। শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার উয়ার্শী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে এসব কথা বলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ এমপি। এ সময় তিনি তাঁর জন্য সকলের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
টাঙ্গাইল-৭ আসনের সর্বস্তরের মানুষের প্রতি খান আহমেদ শুভ তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, আমি মির্জাপুরবাসীর কাছ থেকে নিতে নয়, দিতে এসেছি। আমি সবসময় সকল ধর্মের মানুষের সম্মানের কথা বলি, শান্তির কথা বলি, উন্নয়নের কথা বলি, মানবিকতার কথা বলি। পুনরায় এমপি নির্বাচিত হলে মির্জাপুরকে স্মার্ট জনপদ হিসেবে গড়ে তোলতে কাজ করে যাবেন বলে উল্লেখ করেন শুভ।
উপনির্বাচনে নির্বাচিত হয়ে বাইশ মাস দায়িত্ব পালনকালে এমপি শুভ রাস্তা-ঘাটা ব্রিজ কালভার্ট নির্মাণ মসজিদ-মাদরাসা মন্দিরের উন্নয়নসহ বহুমুখী কাজ করেছেন। এছাড়া মির্জাপুরের শিক্ষাপ্রতিষ্ঠানসহ গোটা অঞ্চলের উন্নয়নে তার বাবা সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের ভূমিকা অনিস্বীকার্য। তিনি বলেন, তাঁর বাবার সম্মান ও জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মির্জাপুরের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাবেন।
খান আহমেদ শুভ আরও বলেন, এলাকার উন্নয়নে এখনও অনেক কাজ বাকী রয়েছে। এমপি হয়ে আরও বেশি বেশি কাজ করতে চাই। আপনারা আমাকে পুনরায় সেই সুযোগ দেবেন বলে বিশ্বাস করি।
সন্ত্রাসের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে যারা মানুষের অধিকার কেড়ে নেয় তারা কখনোই মানুষকে সম্মান দিতে পারে না বলে মন্তব্য করেন নৌকার এই প্রার্থী। তিনি উপস্থিত জনতাকে এমন দল ও নেতাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। শুভ বলেন, আজকে টাঙ্গাইল-৭ আসনের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে তারা এ আসন পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার মাধ্যমে সেই ঐক্যবদ্ধতার প্রমাণ দিবেন।