কালিহাতী প্রতিনিধি ।।
টাঙ্গাইলের কালিহাতীতে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফয়সাল হোসেন (১৮) উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনি মগড়া গ্রামের রমজান আলীর ছেলে।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর দক্ষিণপাড়া কালিমন্দিরের পাশে নির্জন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। শনিবার সকালে ধলাটেঙ্গর দক্ষিণপাড়া কালি মন্দিরের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এবিষয়ে টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শরফুদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারনে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।