স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাকে উঠলেন নৌকা বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিটন ও তার বাবা বহুরিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সাদু। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বহুরিয়া ইউনিয়নের গেড়ামাড়া গোহাইলবাড়ি বাজারে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন দিয়ে নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন করেন আবুল কালাম আজাদ লিটন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, বহুরিয়া ইউপির চেয়ারম্যান আবু সাইদ সাদু, প্যানেল চেয়ারম্যান ৪ নম্বর ওয়ার্ড মেম্বার রুবেল আহমেদ রতন, ৫ নম্বর ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম নাজিম, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার রেজাউল করীম, বহুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল আওয়াল বাবু, বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এমারত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ সুমন, বহুরিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ ওয়াসিম আকরাম ও সাবেক সাধারণ সম্পাদক লিটন মাহমুদ উপস্থিত ছিলেন।
পরে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এমারত হোসেনকে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
এর আগে গত গত (১৮ ডিসেম্বর) নৌকা বঞ্চিত চার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক রাফিউর রহমান ইফসুফজাই সানি ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়ে দশ সহ¯্রাধিক আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক নিয়ে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন।
মির্জাপুর আসনে নৌকা বঞ্চিত আরো একজন স্বতন্ত্র প্রার্থীর ট্রাকে উঠলেন
১,০৮২ Views