সোহেল রানা, কালিহাতী ॥
আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজের পোস্টার ও ব্যানারে শাজাহান সিরাজের ছবি ব্যবহার করায় তাঁর নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠক ও বিএনপি সরকারের সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের কণ্যা।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা, কালিহাতী কলেজ গেইট ও মোড়, বাসস্ট্যান্ড, উত্তর বেতডোবা, সাতুটিয়া, উপজেলা পরিষদ এলাকা, বাগুটিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার ভূমি সিফাত বিন সাদেকের নেতৃত্বে পোস্টার ও ব্যানার অপসারণ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন, অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন না। দলীয় প্রার্থীরা তাঁদের নির্বাচনী পোস্টার ও ব্যানারে শুধু দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচনী সকল আইন ও আচরণবিধি পরিপালনে প্রশাসন সব সময় সচেষ্ট আছে এবং থাকবে।
প্রসঙ্গত, প্রতীক বরাদ্দের আগে গত ১৭ ডিসেম্বর রবিবারও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজের পক্ষে রঙ্গিন পোস্টার লাগানোর বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ ও সংবাদ প্রকাশের পর রঙ্গিন পোস্টার-ব্যানার অপসারণে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।