ইয়ং টাইগার্স জাতীয় (অনুর্ধ্ব-১৪) ক্রিকেটে টাঙ্গাইল সেমিফাইনালে

খেলা টাঙ্গাইল

স্পোর্টস রিপোর্টার ॥
ইয়ং টাইগার্স জাতীয় (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট খেলায় টাঙ্গাইল জেলা ১১৪ রানে মানিকগঞ্জ জেলাকে পরাজিত সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী সোমবার (২৫ ডিসেম্বর) গ্রুপে নিয়মরক্ষার শেষ খেলায় জামালপুর জেলা দলের মুখোমুখি হবে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স জাতীয় (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট খেলায় “বি” গ্রুপে দ্বিতীয় লেগে মানিকগঞ্জ জেলার মুখোমুখি হয়।
টস জয়ী টাঙ্গাইল জেলা ৪৯ ওভার ৪ বলে ১০ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। দলের পক্ষে তানজীম সর্বোচ্চ ৩৪ রান করে। বিজিত মানিকগঞ্জ জেলার হোসেন, রাব্বী ও আহনাফ কামাল ২টি করে উইকেট দখল করে। জবাবে মানিকগঞ্জ জেলা ২৬ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান করলে টাঙ্গাইল জেলা ১১৪ রানে জয়লাভ করে সেমিফাইনালে উঠে। দলের পক্ষে মাসুম কবির সর্বোচ্চ ১৩ রান করে। বিজয়ী দলের পক্ষে নাহিয়ান ২ রানের বিনিময়ে ৬টি এবং রিপন ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করে।
স্কোরঃ ব্যাটিং- টাঙ্গাইল জেলা (অনুর্ধ্ব-১৪) দলঃ তামজিদ ৩৪, মাহিন ২০, নাহিয়ান ১৩, সোয়াত ১০, শিশির ১০, নাফিস ৮, রিপন সরকার ৮, শিমরোজ হাসান শিহাদ ৫ রান করে। বোলিং-হোসেন-৭.৪-০-২৮-২, রাব্বী-১০-৬-১৭-২, আহনাফ কামাল-১০-৩-১৯-২, মাসুম-৬-১-১৭-১, এহসান-৭-০-৩২-০, তওসিফ-৮-০-১৫-০ ও রুপায়ন ১-০-১৮-০
ব্যাটিং- মানিকগঞ্জ জেলা (অনুর্ধ্ব-১৪) দলঃ মাসুম কবির ১৩, আহনাফ কামাল ৪ রান করে। বোলিং- রিপন সরকার-৬-৩-৮-৩, নাহিয়ান-৯-৬-২-৬, রাহাত হোসেন নাফিস-৪-০-১৯-০, সিয়াম খান ফাহিম-৯-৪-২-১ ও শিমরোজ হাসান শিহাদ-২-০-৩-০।
ফলাফলঃ টাঙ্গাইল জেলা ১১৪ রানে জয়ী।
আম্পায়ার ছিলেনঃ হাকিম বাবুল ও সাফি হোসেন শোভন ও স্কোরার- মোঃ মনির।

 

 

৩৪২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *