নৌকা না পাইলে খাড়ানো দূরের কথা, শুইয়া থাকতেও পারতা না- কাদের সিদ্দিকী

টাঙ্গাইল রাজনীতি লিড নিউজ সখিপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী অনুপম শাহজাহান জয়কে কোনো ছাড় দেবেন না বললেন কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) প্রতীকের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। শুক্রবার (২২ ডিসেম্বর) টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের ইন্দারজানী বাজারে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, এখন আর বড়-ছোটর কোনো মাপ নাই। বাপ-দাদার কোনো হিসাব নাই। এখন যার হাতে ক্ষমতা, সেই হলো সব। দেশে মানবিক গুণাগুণ নাই। কয়েক দিন যাবৎ শুনছি, আমার ভাগনেটা (প্রতিদ্বন্দ্বী জয়) আমাকে নিয়ে নানা কথা বলে। আমার বাড়িতে ওর মায়ের বিয়ে হয়েছে। ওর বাপ শওকত মোমেন শাহজাহানকে আমি ক্ষমা করে দিয়েছি। ওকে কিন্তু আমি ছাড়ব না। জয়ের উদ্দেশ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম আরও বলেন, যদি তুমি নৌকা না পাইতা, তাহলে আমার সামনে খাড়ানো তো দূরের কথা, আমার সামনে শুইয়া থাকতেও পারতা না। তুমি নৌকার গরম দেখাইও না। নৌকার কিন্তু এখন গোড়া নাই, পাটাতন নাই, পানি নাই।
এ সময় বিএনপিকে হয়রানি না করার জন্য পুলিশের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, বিএনপিকে যেন এ নির্বাচনে হ্যারাস করা না হয়। বিএনপি নির্বাচনে আসে নাই। এটা কি তারা অন্যায় করেছে? ইচ্ছা হলে নির্বাচনে অংশ নেবে, ইচ্ছা না হলে নেবে না। বিএনপি ডাকাতি করলে, খুন করলে, মারামারি করলে থানায় ধরে নেবে। কিন্তু কেউ বিএনপি করে বলে আগের মামলায় এখন ধরে নেবে, তা হবে না। ৭ তারিখের সংসদ নির্বাচন সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনটা খুব একটা ভালো হইতেছে না। কেমন যেন একটা ঝিমানো ঝিমানো ভাব।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর খান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল প্রমুখ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির দায়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হয়। পরে তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। কুঁড়ি সিদ্দিকী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের কাছে পরাজিত হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়। জয়ের বাবা শওকত মোমেন শাহজাহান এ আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন।
এবার টাঙ্গাইল-৮ আসনে আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন- জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকের প্রার্থী রেজাউল করিম, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) প্রতীকের প্রার্থী পারুল, বিকল্পধারা বাংলাদেশ (কুলা) প্রতীকের প্রার্থী আবুল হাশেম ও বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ১০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ৮২, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩৪, হিজড়া ৪ জন।

 

 

৩৮৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *