স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বিএননিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপি চাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে ভালো ভাবে না হয়। দেশে তারা অরাজকতা ও নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা গোপালগঞ্জের সাথে পাল্লা দিয়ে অতীতেও ভোট দিয়েছি। আগামী দিনে ভোটার উপস্থিতি দেখিয়ে প্রমান করবো এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এই মধুপুর বঙ্গবন্ধুর মধুপুর। যত ষড়যন্ত্রই হোক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মধুপুর ও ধনবাড়ীর জনগন আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কতটা শক্তিশালী।
কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড. আব্দুর রাজ্জাক এমপি শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে মধুপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুলসহ অন্যান্যরা।
কর্মী সভায় মধুপুর উপজেলার বিভিন্ন ওর্য়াড, ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোটার উপস্থিতি দেখিয়ে আবারও প্রমান করবো আওয়ামী লীগ কত শক্তিশালী- কৃষিমন্ত্রী
২৮১ Views