সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ইটবাহী ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সখীপুর-সিডস্টোর সড়কের পাথারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টরচালকের নাম মোসাহিদ আহমেদ (২৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের নুরুন্নবীর ছেলে। এ ঘটনায় চালকের সহকারী রনি আহমেদও (২৪) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোসাহিদ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ইট বোঝাই ট্রাক্টরটি ভালুকার সিডস্টোর থেকে সখীপুরের দিকে আসছিল। উপজেলার পাথারপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরিত্যক্ত চায়ের দোকানে ট্রাক্টরটি ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে নিহত ও সহকারী গুরুতর আহত হন। পরে আহত রনি আহমেদকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, দুর্ঘটনায় ট্রাক্টরচালকের মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।