স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্রী রাখি সরকার (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রেম ঘঠিত বিষয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমুদিনী ক্যাম্পাস চত্ত্বরে কলেজের ছাত্রী নিবাসে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়নায় ঝুলে আত্মহত্যা করেছে। শুক্রবার (২২ ডিসেম্বর) ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধায় মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম নিশ্চিত করেছেন। রাখি আক্তার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লখন্ড গ্রামের রবীন্দ্রনাথ সরকারের মেয়ে।
কুমুদিনী নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল শেফালী সরকার জানান, চার সহপাঠি এক কক্ষে থাকতেন। অন্য তিন সহপাঠির অজান্তে রাখি গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। পরে তার মুঠোফোনে খুদেবার্তা দেখে প্রেমের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট এবং ময়না তদন্ত শেষে শুক্রবার (২২ ডিসেম্বর) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।