
গোপালপুর প্রতিনিধি ।।
টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরার উদ্যোগে শনিবার (২৪ ডিসেম্বর) গোপালপুর উপজেলার ধোপাকাদি ইউনিয়নের শাপলাবাড়ী ফাতেমা মকবুল এতিমখানার চার শতাধিক এতিম ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন এসোসিয়শেনের সভাপতি খন্দকার ইলিয়াস হোসেন, সহসভাপতি ফজলুল হক, উপদেষ্টা মোহাম্মদ মাহবুব শাহীন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল লতিফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শামসুল আলম তালুকদার, দপ্তর সম্পাদক আখতার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবর রহমান, অর্থ সম্পাদক হামিদুল হক হামিম, শামছুল হুদা মুকুল, কামরুল হাসান সাংগঠনিক সম্পাদক এবং এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মকবুল হোসেন।