স্টাফ রিপোর্টার ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার) আসনকে স্মার্ট জনপদ হিসেবে গড়ে তুলতে ও উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী (৭ জানুয়ারি) নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে নাগরপুরবাসী নৌকার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাকুটিয়া ইউনিয়নে নির্বাচনী আলোচনা সভায় এসব কথা বলেন। পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা উওর আওয়ামী মহিলা লীগের সাধারন সম্পাদক হাসিনা বারী চৌধরী, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হকসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাগরপুরের পাকুটিয়ায় নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত
২৫১ Views