মা বোনদের স্বতস্ফূর্ত অংশগ্রহনে হাওয়া লেগেছে নৌকার পালে- এমপি টিটু

টাঙ্গাইল নাগরপুর রাজনীতি

নাগরপুর প্রতিনিধি ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচনী আলোচনা সভায় বলেন, মা বোনদের স্বতস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নৌকার পালে হাওয়া লেগেছে। এলাকার ধারাবাহিক উন্নয়নের স্বার্থে আজ নাগরপুর-দেলদুয়ারের মা বোনেরা ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমেছে। তিনি আরো বলেন, নির্বাচন কতটা উৎসব মূখর পরিবেশে হচ্ছে রাতের বেলা এই প্রচন্ড শীত উপেক্ষা করে এ নির্বাচনী সভায় আপনাদের এ উপস্থিতিই তা প্রমাণ করে। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরের দক্ষিণ বাবনাপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি এ সময় বিগত সময়ে নাগরপুরের বিভিন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে আবারো নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন তালুকদার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা আক্তার প্রমূখ। এ সময় আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৪২২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *