মাভাবিপ্রবিতে অফিস মেনেজমেন্ট ও বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি শীর্ষক সেমিনার

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি ॥
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত “অফিস মেনেজমেন্ট ও বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি” শীর্ষক সেমিনার রবিবার (২৪ ডিসেম্বর) একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আবু তাহের। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম। সেমিনার সঞ্চালনা করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাহবুবুল হক।

সেমিনারে প্রধান আলোচক বলেন, চেতনায় মুক্তিযুদ্ধ থাকবে, কর্মে বঙ্গবন্ধুর আদর্শ থাকবে তাহলেই আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। বিশ্বিবদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টি, জ্ঞান বিতরণ ও জ্ঞান অর্জন সেন্টার। এর জন্য গবেষণার কোন বিকল্প নেই। এর জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষণার কার্যকর নীতি ঠিক করতে হবে। সেই নীতির আলোকে শিক্ষক ও শিক্ষার্থীকে সম্মিলিত গবেষণা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া স্বচ্ছতা জবাবদিহিতা ও নিয়মানুবর্তিতার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক কর্মকর্তা ও কর্মচারি দায়ী থাকবেন।
এ সময় সেমিনারে অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগের চেয়ারম্যান, সকল শিক্ষক, সকল অফিস প্রধান এবং সকল অফিসের একজন করে কর্মকর্তা।

 

১৭৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *