
স্পোর্টস রিপোর্টার ॥
ইয়ং টাইগার্স জাতীয় (অনুর্দ্ধ-১৪) ক্রিকেটে টাঙ্গাইল জেলা জামালপুর জেলাকে ৮৬ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। আগামী বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে নেত্রকোনা জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দলের মুখোমুখি হবে টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দল।
সোমবার (২৫ ডিসেম্বর) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ‘বি’ গ্রুপের শেষ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টস জয়ী টাঙ্গাইল জেলা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। দলের পক্ষে সিয়াম খান ফাহিম ও তামজীদ ইসলাম সাজিদ যথাক্রমে ২৮ ও ১১৭ বলে ৪৩ করে রান করে। এছাড়া মাহিন অপরাজিত ৩১ ও নাহিয়ান ২৯ রান করে। জামালপুর জেলার দলের ফারদিন ১০ ওভার বোলিং করে ২১ রানে ৩টি উইকেট দখল করে।
জবাবে জামালপুর জেলা ৪৭ ওভার ৫ বলে ১১০ রানে অলআউট হলে টাঙ্গাইল জেলা ৮৬ রানে জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। জামালপুর জেলা দলের পক্ষে সজিব অপরাজিত ৩৮ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের সৈয়দ নাহিয়ান ১৭ রানে ৩টি উইকেট দখল করে। এছাড়া শিশির ও সোয়াত ২টি করে উইকেট দখল করে।