
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বীর নাহালী গ্রামের ইউসুফ আলীর ছেলে ও ঘারিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাতের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে কতিপয় সন্ত্রাসীরা। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ইউসুফ আলী জানান, স্থানীয় রবিন, হুসেন, মিন্টু, জুয়েল ও উজ্জলের নের্তৃত্বে একদল সন্ত্রাসী হঠাৎ করে আমার বাড়িতে এসে হামলা করে। এরা কি বা কেন হামলা করেছে জানি না। শুধু হামলা না আমার বাড়িতে ঘরে থাকা আলমারিতে একটি ল্যাপটপ, নগদ এক লক্ষ টাকা ও আমার মেয়েকে মারধর করে স্বর্ণের চেইন নিয়ে যায়। আহত হয়ে আমার মেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘারিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, আমার বাবা, ছোট ভাই ও বোনকে মারধর করে বাড়িতে লুটপাট করেছে। থানায় বিষয়টি অবগত করেছি। ইতিমধ্যে পুলিশ এসে দেখে গেছে।