
স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। রবিবার (২৪ ডিসেম্বর) রাতে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নে ইন্দুবেলতা এলাকায় এই ঘটনা ঘটে।
পোড়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমরা বর্তমান এমপি ছানোয়ার হোসেনের (ঈগল) মার্কার নির্বাচনে ব্যস্ত ছিলাম। আমি মোবাইলে শুনতে পাই পোড়াবাড়ি ইন্দুবেলতা বাঁশতলা গ্রামে ছানোয়ার ভাইয়ের অফিসে কে বা কারা আগুন ধরিয়েছে। এই নির্বাচনকে বাধাগ্রস্থ করার জন্য কিছু লোক স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মার্কার নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করছে। এ ঘটনা সকলকে জানানো হয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন জানান, নৌকার সমর্থক একদল সন্ত্রাসী এসে আমাদের নির্বাচনী অফিসে আগুন দিয়ে যায়। এছাড়া যারা এই অফিসে বসবে তাদেরকে হত্যার হুমকি দিয়ে যায়। নৌকার প্রার্থী একদল সন্ত্রাসীদের নিয়ে নির্বাচনী এলাকায় সমাবেশ ঘটাচ্ছে। প্রশাসনের কাছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। এই ঘটনায় নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।