জনসাধারনকে ডামি নির্বাচন বর্জনে টাঙ্গাইলে প্রচারপত্র বিতরণ করেছে বিএনপি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
অসহযোগ আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে জনসাধারনকে ডামি নির্বাচনের ভোট প্রদানে নিরুৎসাহিত করার লক্ষে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহরের বটতলা কাঁচা বাজারে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেছে জেলা বিএনপি। মুলত নির্বাচনের তফসিল, অবৈধ নির্বাচন বাতিল, শেখ হাসিনার পদত্যাগের দাবীতে, কেন্দ্রীয় কমর্সুচীর অংশ হিসেবে জনসাধারনকে সচেতন করার জন্যই এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মমিনুল হক খান নিক্সন, জেলা বিএনপির সাবেক সদস্য শামীম হাসান স্বপন, মোকাদেম আল মাছুম, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান খান টিটন, যুবদল নেতা তানভীর হোসেন সজল, জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নাইম আদনান মাহ্মুদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুরন্ননবী, মাহামুদুল হাসান সিদ্দিকী লিঠু প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, এই তামাশার নির্বাচন বর্জন করতে হবে। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না বলে ভোটারদের নিরুৎসাহিত করা হয়।

১৭৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *