মধুপুর প্রতিনিধি ॥
মধুপুর উপজেলা আওয়ামী লীগের অনাস্থা প্রদানকৃত সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি ও সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য প্রনোদিত মিথ্যাচার দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে মধুপুর উপজেলা দলীয় কার্যালয়ে গত ২৫ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি ও সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুর করা সংবাদ সম্মেলনে উপস্থাপিত বক্তব্যের প্রতিবাদে মধুপুর উপজেলা আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী। তিনি লিখিত বক্তব্যে বলেন, সভাপতি ও সম্পাদক তারা ১৫-২০ বছরে মুলদল, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কাউন্সিল করতে পারেনি এবং স্থানীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বিভিন্ন সভায় তাগিদ দিয়েও তাদের কে গতিশীল করতে পারেনি বলেন জানান। খোদ উপজেলা আওয়ামী লীগে এক যুগেও কমিটি না হওয়ায় এত দিনে ১২ জন সদস্য মৃত্যু বরণ করেছে ফলে দলীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়। এতে সভাপতি সম্পাদক তাদের আখের তারা নিজেরাই গুছিয়ে বলে উল্লেখ করা হয়।
তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কথা উল্লেখ করে বলেন, সম্পাদক কয়েকশত কোটি টাকার মালিক হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ সময় বলেন, তিনি ইতিপূর্বে দল ত্যাগ করে বাকশালে যোগদান ও তার ভাই সাংগঠনিক সম্পাদক বাবলু খান জাতীয় পার্টির ছাত্র সমাজের আহবায়ক ছিলেন। লিখিত বক্তব্যে আরো বলেন, সম্পাদক আবু খান সংসদ নির্বাচনে নিজে প্রার্থী হয়ে ডিবিসি চ্যানেলে ক্লিন ইমেজ ভদ্র মার্জিত উচ্চ শিক্ষিত জাতীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের মধ্যে কোন্দল সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেন।
বিভিন্ন বিষয় নিয়ে ২০ ডিসেম্বর দলীয় সভায় সভাপতি সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। পরে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ। এ সময় তিনি ২৫ ডিসেম্বর আবু খান কর্তৃক সংবাদ সম্মেলনের বক্তব্য অসত্য, উদ্দেশ্য, প্রনোদিত, দলের ভাবমূর্তি ক্ষুন্নকরাসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্ন বিদ্ধ করা ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট উদাহরণ বলে উল্লেখ করেন। এ সময় তিনি আবু খানের সংবাদ সম্মেলনে বক্তব্যের প্রতিবাদ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সাইদ খান ছিদ্দিক, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম,সদস্য গোলাম ছামদানী, আবুল কাশেম তুলা, উপ-দপ্তর সম্পাদক প্রদীপ দেবনাথ, কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল, আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন মাস্টার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ সজীবসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।