স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ওপর গুলির ঘটনায় সরাসরি জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। গ্রেপ্তার দু’জন হলেন- ফারুক হোসেন ও কামরুল। র্যাব বলছে, এই দুজনকে সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশীদের সমর্থকদের ওপর গুলির ঘটনা ঘটে। এতে বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম গুলিবিদ্ধ হন। তাঁদের প্রথমে টাঙ্গাইলের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
৪১৩ Views