নাগরপুরে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

টাঙ্গাইল নাগরপুর

নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে সাংবাদিকবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নাগরপুর উপজেলা প্রশাসন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করেন। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আরশেদ আলী ও নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন।

মতবিনিময়কালে প্রশাসনের একটি সহোযোগী অংশ হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও স্বতস্ফূর্ত ভাবে সমাপ্ত করতে সাংবাদিকদের ভুমিকা এ সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারন সম্পাদক এরশাদ মিয়াসহ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকগ উপস্থিত ছিলেন।

১৪৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *