কালিহাতীতে নৌকাকে বিজয়ী করতে ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা

কালিহাতী টাঙ্গাইল রাজনীতি

সোহেল রানা, কালিহাতী ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারকে বিজয়ী করতে নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রতনগঞ্জ বাজারে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার।

এ সময় নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়নাল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারের ভাই ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, কালিহাতী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু ও নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল কাইয়ুম বিপ্লব প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, আওয়ামী লীগ দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারকে বিজয়ী করতে দলের ভিতরে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করতে সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন আমরা আওয়ামী লীগ নেতারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করব।

তাঁরা আরও বলেন, নৌকা প্রতীক কোনো ব্যক্তি বিশেষের নয়, এই প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতীক, এই প্রতীক জননেত্রী শেখ হাসিনার প্রতীক। মোজহারুল ইসলাম তালুকদার যোগ্য প্রার্থী বলেই শেখ হাসিনা তাকে মনোনীত করে নৌকা প্রতীক দিয়েছেন। আ.লীগ নেতারা শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবার কাছে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

২০৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *