মির্জাপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইলেন আ’লীগ নেতারা

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, ইভটিজিং মুক্ত ও সন্ত্রাস মুক্ত সুন্দর মির্জাপুর গড়তে উপজেলা আওয়ামী লীগের নেতারা টাঙ্গাইল-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করছেন। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নে গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচনী জনসভায় তারা এই আহবান জানান।

বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহ-সভাপতি আবুল কালাম আজাদ লিটন, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীম আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক, জেলা যুবলীগের সাবেক সহসম্পাদক মীর মঈন হোসেন রাজীব, চাঁন মিয়া প্রমুখ বক্তৃতা করেন।
সভা শেষে নেতাকর্মী ও সমর্থকরা এলাকায় পায়ে হেটে ভোট প্রার্থনা করেন।

 

১৫৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *