স্টাফ রিপোর্টার ॥
ইয়ং টাইগার জাতীয় ( অনুর্দ্ধ-১৪) ক্রিকেটে টাঙ্গাইল জেলা ১২০ রানে নেত্রকোনা জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দলকে হারিয়ে ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার জাতীয় (অনুর্ব্ধ-১৪) ক্রিকেটের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টস জয়ী টাঙ্গাইল জেলা দল প্রথমে ব্যাটিং করে। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট ২৩৩ রান করে। দলের পক্ষে মাহিন সর্বোচ্চ ১২০ বলে ৯১ রান করে। এছাড়া নাফিস ৫৭ ও নাহিয়ান ৩৬ রান করে। বোলিংয়ে বিজিত নেত্রকোনা জেলা দলের তৃীদিব দে ৩৪ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে নেত্রকোনা জেলা ৪০ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে ১২৩ রান করে অলআউট হলে টাঙ্গাইল ১২০ রানে জয়লাভ করে ফাইনালে উঠে। দলের পক্ষে আদনান সর্বোচ্চ ২১, তৃীদিব দে ২০ ও নুর উদ্দিন ২০ রান করে। বোলিংয়ে বিজয়ী টাঙ্গাইল জেলা দলের রুদ্র ১৫ রানে ৩টি উইকেট দখল করে। এছাড়া ফাহিম, নাহিয়ান ও শিশির ২টি করে উইকেট দখল করে।
আগামী শনিবার ( ৩০ ডিসেম্বর) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলা দল গাজীপুর জেলা দলের মুখোমুখি হবে শিরোপা অক্ষুন্ন রাখার জন্য।
ইয়ং টাইগার জাতীয় (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট টাঙ্গাইল জেলা ফাইনালে উঠেছে
১৫৩ Views