নুর আলম, গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট একাডেমি স্কুলের ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে শহীদ ক্যাডেট একাডেমি স্কুলের ভবনে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান, উপজেলা সহকারী অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান, গোপালপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মানিকুজ্জামান, গোপালপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জি এম ফারুক, গোপালপুর সরকারি কলেজের প্রভাষক নাদিয়া সুলতানা মুন্নি, শহীদ ক্যাডেট একাডেমী স্কুলের পরিচাল শহিদুল ইসলাম দোলন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালপুর সরকারি কলেজের প্রভাষক স্বপ্না সূত্রধর।