স্টাফ রিপোর্টার ॥
নাশকতার আশঙ্কায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে জামালপুর হয়ে ময়মনসিংহ পর্যন্ত নৈশকালীন ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কৃর্তপক্ষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী অসংখ্য যাত্রী।
রেলওয়ে সূত্রে জানা যায়, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি’র ঢাকা অবরোধে নাশকতারা আশঙ্কায় বঙ্গবন্ধু সেতু পূর্ব হতে ময়মনসিংহ পর্যন্ত নৈশকালীন ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে চরম ভোগান্তি ও বিপাকে পড়েছে টাঙ্গাইল হতে জামালপুর এবং ময়মনসিংহ যাতায়াতকারী যাত্রীরা। সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড় ব্যবসায়ী আকবর আলী বলেন, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে মেইল ট্রেনযোগে জামালপুর ও ময়মনসিংহ গিয়ে বিভিন্ন গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করতাম। এ রুটে রাতের ট্রেন বন্ধ থাকায় অসুবিধায় পরেছি। এখন দিনের বেলায় যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে ভূঞাপুর রেল স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ময়মনসিংহগামী রেললাইন স্থাপন হওয়ার পর থেকেই ময়মনসিংহ থেকে ট্রেন ৩৭ আপ মেইল ট্রেন, যমুনা এক্সপ্রেস ও ধলেশ্বরী এক্সপ্রেস নামে এই তিনটি লোকাল ট্রেন চলাচল করত। পরবর্তীতে যমুনা এক্সপ্রেস বন্ধ হয়ে যায়। দিনে ধলেশ্বরী এক্সপ্রেস ও রাতে ৩৭ আপ মেইল ট্রেন দুটি চলাচল স্বাভাবিক ছিল। নৈশকালীন ট্রেন ৩৭ আপ মেইল ভূঞাপুর থেকে ময়মনসিংহ গামী ট্রেন চলাচল বন্ধের নির্দেশনা দেয় রেলওয়ে কৃর্তপক্ষ। তারপর থেকে নৈশকালীন ট্রেন চলাচল বন্ধ হয়েছে। কৃর্তপক্ষের নির্দেশনা না আসা পর্যন্ত ট্রেনটি চলাচল করবে না।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর টাঙ্গাইলের রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেন এবং গত ২০ নভেম্বর রাতে জামালপুরের সরিষাবাড়ী রেল স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।