সোহেল রানা, কালিহাতী ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আচরণবিধি বহির্ভূত কর্মকান্ডের জন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অদ্য নির্বাচন আচরণবিধি পালনের বিষয় মনিটরিং এর সময় শোলাকুড়া ব্রিজ এর পাশে নৌকা প্রতিকের সমর্থকদের নির্মিত তোরন ও আলোকসজ্জা পরিলক্ষিত হলে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয় এবং নির্বাচন আচরণ বিধি বহির্ভূত কর্মকান্ডের জন্য ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, যে কোনো ধরনের বিধি বহির্ভূত কর্মকান্ডের বিরুদ্ধে বিধি মোতাবেক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কালিহাতীতে আচরণবিধি লঙ্ঘনে নৌকার প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা
২০৩ Views