স্টাফ রিপোর্টার ॥
‘সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ জীবন করি যাপন’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত টাঙ্গাইল শতাঁয়ু অঙ্গনের। ৪০ উর্দ্ধ বয়সী ও সতেজ মনের অধিকারি মানুষের এই সংগঠনটি মূলত প্রতিদিন সকালে শরীর চর্চা, ফুটবল খেলাসহ সারা বছরব্যাপী নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে সময় পার করে থাকেন। আর সেই সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ শুক্রবার (২৯ ডিসেম্বর)।
শতাঁয়ু অঙ্গন প্রতিষ্ঠার পর থেকেই টাঙ্গাইল শহরের আউটার স্টেডিয়ামে সকালের এই সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শতাঁয়ু অঙ্গনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে সংগঠনের সকল সদস্যরা একত্র হয়ে একটি জাকজমকপূর্ণ আনন্দর্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে কেক কেটে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সকলের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল শতাঁয়ু অঙ্গনের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপত্তিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রিয়াজ উদ্দিন আহমেদ, এ্যাডভোকেট নাসিমুল আক্তার নাসিম, এহসানুল ইসলাম আজাদ (সরদার আজাদ), মোহাম্মদ আলী, পিনাকী দে, অনিক রহমান বুলবুল, তারেক জাহিদ খান জুয়েল, শাহানুর ইসলাম প্রমুখ।
আলোচনা সভা ছাড়াও সকল কর্মসূচিতে শতাঁয়ু অঙ্গনের সকল সদস্য ও অন্যান্য ক্লাবের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।