নাগরপুরে একদফা দাবি আদায়ে বিএনপির লিফলেট বিতরণ

টাঙ্গাইল নাগরপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
সরকার পতনের একদফা দাবি আদায় ও ভোট বর্জনের পক্ষে বিএনপি’র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ করেছে নেতাকর্মীরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে নাগরপুরের খোরশেদ মার্কেট হাটে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। তিনি, আগামি নির্বাচনকে ডামি উল্লেখ করে জনগনকে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান।

লিফলেট বিতরণ কর্মসুচীতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, উপজেলা যুবদল নেতা ফনির হোসেন ভূঁইয়া, রফিকুল ইসলাম মোল্লা দীপন, মোশারফ হোসেন মুসা, সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলাল, সাধারণ সম্পাদক জিকরুল হাসান পিয়াস, ভারড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ মিয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদল আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসুচী পালন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে বর্তমান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে সব আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলন করতে গিয়ে মিথ্যা ও গায়েবি মামলার শিকার হয়েছেন বলে দাবি করেন নেতারা।

২৬৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *