কোন ষড়যন্ত্রই নির্বাচনে আঘাত করতে পারবে না- কৃষিমন্ত্রী

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, এবার জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে। কোন ষড়যন্ত্রই এই নির্বাচনে আঘাত করতে পারবে না। সকল ষড়যন্ত্র জনগণই মোকাবেলা করবে এবং জনগণই প্রতিরোধ করবে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী (৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত জনসভায় ভাচ্যুয়ালি যুক্ত হওয়ার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনকালে শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, এবার বাংলাদেশের মানুষ হরতাল অবরোধ ভুলে গেছে। বিগত ২০১৪ এবং ২৩ সালের মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে। এবার তারা নির্বাচনের দিন কোন সন্ত্রাস করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের অনেক নির্দেশনা রয়েছে। সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু। যমুনায় রেল সেতু হচ্ছে। রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন দেখা যায়। সামনে সরকারের কাজ হবে কর্মসংস্থান। করা হবে বেকারদের জন্য অধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা। সরকার সারের দাম কমিয়েছে। কৃষকদের প্রনোদনা দিচ্ছে। দেশে কৃষিতে উৎপাদন বেড়েছে। দেশে এখন আর মঙ্গা নেই। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রয়েছি। তিনি বলেন, নৌকা মাকাঁয় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিতে হবে। তিনি বলেন, টাঙ্গাইলের ৮টি আসনেই নৌকা জয়যুক্ত হবে। টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী এডভোকেট মামুন অর রশিদ, টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী ডা. কামরুল হাসান খান প্রমুখ।

 

 

২৫৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *