স্টাফ রিপোর্টার ॥
“প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তজার্তিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয়ে টাঙ্গাইল জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল শহরের আশেকপুরে অবস্থিত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এসে অভিবাসী দিবসের আলোচনা সভায় মিলিত হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধক্ষ্য রাশেদুল ইসলাম প্রমুখ। এসময় সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে আন্তজার্তিক অভিবাসী দিবস পালিত
১৮৬ Views