স্টা্ফ রিপোর্টার ।।
বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহা পরিচালক ড. মো: শাহজাহান কবির বলেছেন, দেশের খাদ্য ঘাটতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট। বর্তমান সরকারের কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র নিদের্শনায় কৃষিতে আজ অভাবনীয় সাফল্য এসেছে। এতে করে বাংলার কৃষকেরা লাভবান হচ্ছে, দেশ অথনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি গ্রামে সরিষাভিত্তিক শস্য বিন্যাস প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরোও বলেন, দেশের যে পরিমান টাকার সয়াবিন তেল আমদানির জন্য খরচ হয় তা বহুলাংশেই এই সরিষার তেল দিয়ে সেই ভজ্য তেলের চাহিদা পূরণ করা সম্ভব। সেই সাথে মানুষের যে পুষ্টির চাহিদা এই শস্য তেলের আওতায় আলু, শাক-সবজী আবাদ করে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। সে লক্ষ্যেই বোরো পতিত রোপা আমন শস্য বিন্যাসের আওতায় বোরো এবং রোপা আমনের মধ্যবর্তী সময়ে সরিষা অর্ন্তভূক্তি করণের মাধ্যমে শস্যের নিভিড়তা বৃদ্ধি করণের উপর কাজ করছে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেম বিভাগ।
পরিদর্শনকালে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনা খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: ফরিদ হোসেন, ওয়াহিদুল ইসলাম, ধনবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান, কৃষক মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।