স্টাফ রিপোর্টার ।।
মহান বিজয়ের মাসে টাঙ্গাইল সদরের বাতিঘর আদর্শ পাঠাগারে শনিবার (৩০ ডিসেম্বর) সকাল এগারোটায় টায় আলী যাকের ‘মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ-২০২৩’ উদ্যোগের অংশ হিসেবে পাঠ অনুশীলন ‘প্রথম পর্ব’ অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এই উদ্যোগে লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজ, চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়, মগড়া উচ্চ বালিকা বিদ্যালয় ও মগড়া পালস্ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নিবন্ধিত শিক্ষার্থী/পাঠকদের হাতে প্রতিযোগিতার বই তুলে দেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান। বইগুলো হচ্ছে, ‘৭১-এর রোজনামচা’, ‘আমি একটি বাজপাখিকে হত্যা করতে চেয়েছিলাম’ ও ‘জীবন আমার বোন’। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের লাইব্রেরিয়ান মোঃ হাবিবুর রহমান, সদস্য মনসুর হেলাল, অনিক হাসান প্রমুখ।
উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।