দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই- কাদের সিদ্দিকী

টাঙ্গাইল বাসাইল রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমাদের দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই। দেশের মানুষের মানবিকতা নেই, মান-সম্মান নেই, ছোট-বড় পার্থক্য নেই, সবাই বাদশা। স্বাধীন দেশে শিশুকে বেঁধে রেখে মুক্তিপণ আদায় করে। এজন্য দেশে মুক্তিযুদ্ধ করি নাই। এজন্য দেশকে স্বাধীন করি নাই। এটা মানুষের দেশ হয় নাই। যতো বড় বড় কথা বলুক দেশে উন্নয়ন হয়েছে, দালান কোঁঠা হয়েছে, মাদরাসা হয়েছে। সারাদিন যে কামলা দিয়ে খায় সেই মানুষটা বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, লবণ কিনতে পারে না। আমি চাই যে মানুষ পরিশ্রম করবে তিনি সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকবে। বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদকে উদ্দেশ্য করে বলেন, ইলেকশনে খুব জোর পেয়েছিল, নৌকা পেয়ে। সরকার, মরকার নেই। মানুষ নিয়ে গুঁড়া করে ফেলবে। মানুষকে যারা অত্যাচার করে, মানুষকে যারা ঠকায় তাদেরকে ছাড় দেয়া হবে না।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে হযরত ছিদ্দিক তোতা শাহ কবির (রা:) এর বাৎসরিক ওরশ মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, হযরত ছিদ্দিক তোতা শাহ কবির (রা:) এর ছেলে হযরত আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) প্রতীকের প্রার্থী ও দলটির সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

২৪৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *