
নাগরপুর প্রতিনিধি ॥
ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনায় নাগরপুর উপজেলা যুবদল প্রতিটি কর্মসূচী পালন আসছে । শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবির নির্দেশক্রমে মামুদনগর ইউনিয়নের মামুদনগর নতুন বাজারের লিফলেট বিতরণ করেন।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপনের নেতৃত্বে এ সময় উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোসারফ হোসেন মুছা, নাগরপুর সদর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব নায়েব আলী, যুগ্ন আহ্বায়ক আরজু মিয়া, সলিমাবাদ ইউনিয়নের যুবদলের যুগ্ন আহ্বায়ক বাহারুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।