মির্জাপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ৫২১ জন ভোট গ্রহণ কর্মকর্তার দুুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। শনিবার ও রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ও মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে ১২৭ জন প্রিজাইডিং ও ৭৯৮ জন সহকারি প্রিজাইডিং এবং মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৫৯৬ জন পোলিং কর্মকর্তা অংশ নেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কায়ছারুল ইসলাম।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা ১২৭টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী ২ হাজার ৫২১ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে।

 

২৬০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *