
সোহেল রানা, কালিহাতী ॥
কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ভোটাররা নিশ্চিন্তে, নির্বিঘ্নে ভোট দিবেন। কেউ যদি ভোট চুরি করতে আসে সেটা ফেরানোর দায়িত্ব আমার। টাঙ্গাইলে তো বটেই, সারা বাংলাদেশে ট্রাক সবচাইতে বেশি ভোট পাবে কিনা আমি জানি না।
রোববার (৩১ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের কালিহাতীর বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী জনসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
এ আসনের ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, সখীপুর-বাসাইলের মার্কা গামছা, আর কালিহাতীর মার্কা ট্রাক। আমরা একইসাথে নৌকা, ট্রাক, গামছা। আমাদের পূর্বসূরীরা নৌকা, আজকে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের কল্যাণে পরিবর্তিত পরিস্থিতিতে বঙ্গবীর নিয়ে এসেছে গামছা, আমি নিয়ে এসেছি ট্রাক। সকল আবর্জনা ট্রাকে তুলে ভাগাড়ে নিক্ষেপ করতে এসেছি। আগামীর সূর্য উঠবে কালিহাতীর ও বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য। আমরা শেখ হাসিনার সরকার চাই, তবে তাঁর সাথে যেসকল দুর্বৃত্ত, জনশত্রু, জনস্বার্থ বিরোধী শত্রু আছে তাদেরকে হঠাতে হবে। সাধারণ মানুষের নিকট আগামী (৭ জানুয়ারি) ট্রাক মার্কায় ভোট দাবি করেন তিনি।
বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম আনছারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন লতিফ সিদ্দিকীর সহধর্মিণী লায়লা সিদ্দিকী ও কৃষক শ্রমিক জনতালীগের সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ।