
সাদ্দাম ইমন ॥
টাঙ্গাইল জেলায় অনুর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জানুয়ারী) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান।
জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্বাস আলী, কার্যকরী কমিটির সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, বজলুর রহমান ও আনিসুর রহমান আলো প্রমুখ।
বিভিন্ন উপজেলা থেকে আগত ২৫০জন বালক ফুটবলার প্রশিক্ষণ কার্যক্রম অংশগ্রহন করেছে। এসব ফুটবলারদের প্রশিক্ষণে সহায়তা করেছেন জেলার সাবেক তারকা ফুটবলার ইউসুফ আলী খান, রনজিৎ, টয় খান ও ইমারত। ফুটবল প্রশিক্ষণের প্রথম দিনে প্রাথমিকভাবে ৮০ জন এবং পরবর্তীতে ৮০ থেকে ২০ জন ফুটবলার চুড়ান্তভাবে জেলার প্রশিক্ষণ কার্যক্রমে স্থান পাবে।