মধুপুর-ধনবাড়ীতে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন কৃষিমন্ত্রী

টাঙ্গাইল ধনবাড়ী মধুপুর রাজনীতি লিড নিউজ

হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন টানা চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি। এ আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত। তিনি এবার পঞ্চম বারের মতো দলীয় টিকেট পেয়েছেন। এর আগে ড. আব্দুর রাজ্জাক এমপি খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের তিনি কৃষি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পেয়ে সফলতার সাথে কৃষিমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে ব্যাপক প্রচার প্রচারনায় নেমেছেন। সকাল থেকে মধুপুর উপজেলার পাহাড়িরা এলাকার কুড়ালিয়া, আশ্রা, ধলপুর, নেদুর বাজার, গারোবাজার, আউশনারা, বোকার বাইদ, শাইল বাইদ, কাকরাইদ, জলছত্র, বেরিবাইদ, মাগন্তিনগর, বৈরাগী বাজার, মজিদ বাজার, গোবুদিয়াসহ বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন।
পথ সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু। যমুনায় রেল সেতু হচ্ছে। রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন দেখা যায়। এবার সরকারের কাজ হবে কর্মসংস্থান। এবার করা হবে বেকারদের জন্য কর্মসংস্থান। সরকার সারের দাম কমিয়েছে। কৃষকদের প্রনোদনা দিচ্ছে। দেশে উৎপাদ বেড়েছে। দেশে এখন আর মঙ্গা নেই। আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। তিনি আরও বলেন, নৌকা মাকাঁয় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। তিনি গেল রাতে টাঙ্গাইলের মধুপুরের আউশনারা উচ্চ বিদ্যালয় মাঠে তার নির্বাচনী নৌকা প্রতীকের সভায় এসব কথা বলেন।
আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সহসভাপতি ইয়াকুব আলী, মেয়র ছিদ্দিক হোসেন খান যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাজাহান আলী সাজু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, যুবলীগ নেতা শিমুল মন্ডলসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
এর আগে কৃষিমন্ত্রী কুড়ালিয়া, মহিষমারা, বেরিবাইদ ইউনিয়নের বিভিন্ন নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন। এর আগে ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষিমন্ত্রী তার নির্বাচনী এলাকার জনসংযোগে ব্যস্ত সময় পার করেন।

 

 

 

 

২৪৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *