স্টাফ রিপোর্টার ।।
“সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে মঙ্গলবার (২ জানুয়ারী) নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ আয়োজনে র্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে এসে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনাসভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান, মাহবুউল খোশনোবিস প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।