ঈগলে জয়ী হয়ে আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেব- ছানোয়ার হোসেন এমপি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল-৫ সদর আসনের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের বাগবাড়ী চৌবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান এমপি স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেন।

কাতুলী ইউনিয়ন ৬নং আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু, আমিরুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভিরুল ইসলাম হিমেল, মগড়া ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন, দাইন্যা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, গালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ঘারিন্দা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ূম চাকলাদার, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্তমান এমপি স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেন বলেন, আমি গত ১০ বছর টাঙ্গাইলের উন্নয়নের জন্য অনেক কাজ করেছি। টাঙ্গাইল সদর উপজেলার প্রায় সকল রাস্তা ঘাট পাকা হয়েছে। যেখানে রাস্তা ছিলনা সেখানে রাস্তা করে দিয়েছি। চরঞ্চালের মানুষকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে যমুনা নদীর তীরে বাঁধ তৈরির কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আমাকে এ সকল কাজ মানুষের জন্য করার সুযোগ দিয়েছেন। আগামী ৭ জানুয়ারি যদি এবার আমাকে আপনারা ঈগল প্রতীকে ভোট দেন তাহলে যে কাজটুকু বাকী রয়েছে তা শেষ করবো এবং আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।

এ সময় প্রায় ৫ হাজার আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 

২১২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *