
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর সুইচ গেট থেকে মিছিলটি বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি করে পুনরায় সুইচ গেটে গিয়ে শেষ হয়।
এর আগে ভূঞাপুর সুইচ গেটে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুর রহমান মাসুদ, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা প্রমুখ। মিলিছে সহস্রাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নৌকা প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বি তিনি।