নুর আলম, গোপালপুর ॥
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নিজ বাড়িতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোপাকান্দি ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ধোপাকান্দি ইউনিয়ন মহিলা লীগের আয়োজনে বুধবার (৩ জানুয়ারী) সকালে, এমপি ছোট মনিরের নিজ বাসভবনে বড়মা গ্রামে নৌকা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে তিন হাজারের অধিক মহিলা অংশ নেয়।
বক্তব্যে এমপি বলেন, আপনাদের সন্তানকে দেরকে স্কুলে পাঠান, আপনাদের প্রতিটি সন্তান শিক্ষিত হলে জাতি একটি শিক্ষিত জাতি হিসেবে পরিণত হবে। বক্তব্যে আরও বলেন, গোপালপুরের বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের সহ বিভিন্ন উন্নয়ন হয়েছে এই উন্নয়নকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে আহ্বান জানান।
ধোপাকান্দি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর ও ভূঞাপুর আসনের নৌকার মনোনীত প্রার্থী এমপির ছোট মনির, আরো বক্তব্য রাখেন এমপি ছোট মনিরের সহধর্মিনী ঐশী খান, উপজেলা শহর সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার শিখা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, ধোপাকান্দি মহিলা লীগের সম্পাদিকা নিরালা বেগমসহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বৃন্দ।