
স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বক্তব্যে তিনি দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে বজায় রাখবেন। নৌকার প্রার্থীরা ভোট পেলে আমরা আবার রাষ্ট্রক্ষমতায় আসতে পারবো। এছাড়া তিনি আরও বলেন, আমরা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিবে। কোন বাধা প্রদান করা যাবে না। কোন সন্ত্রাস করা যাবে না। নির্বাচন হবে অংশগ্রহণমুলক।
জনসভায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে স্বাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয়। একজন নতুন ভোটার ৭ জানুয়ারীর নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর কাছে।জনসভায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নৌকা প্রতিকের প্রার্থী কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের নৌকা প্রতিকের প্রার্থী ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নৌকা প্রতিকের প্রার্থী অধ্যাপক ডা. কামরুল হাসান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নৌকা প্রতিকের প্রার্থী মোজহারুল ইসলাম তালকুদার, টাঙ্গাইল-৫ (সদর) আসনের নৌকা প্রতিকের প্রার্থী মামুন অর রশীদ, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নৌকা প্রতিকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নৌকা প্রতিকের প্রার্থী খান আহমেদ শুভ ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নৌকা প্রতিকের প্রার্থী অনুপম শাহজাহান জয় উপস্থিত ছিলেন।
এছাড়া জনসভায় এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপিসহ টাঙ্গাইল জেলা ও সকল উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের জনগন উপস্থিত ছিলেন।