
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলুটিয়া বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান এমপি স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেন।
এ সময় প্রধান অতিথি এমপি ছানোয়ার হোসেন বলেন, ধুলুটিয়াবাসী আমাকে প্রথমে কম ভোট দিলেও তাদের প্রয়োজনে আমি তাদের কাছে গিয়েছি, তাদের সেবা করেছি। ধুলুটিয়া হলো তাঁতশিল্প এলাকা। দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এই তাঁতশিল্প এলাকা উন্নয়ন প্রয়োজন। আমি নিজ দায়িত্বে ধুলুটিয়ার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয়ের উন্নয়ন করেছি। ধুলুটিয়ায় কিন্তু এখন আর রাস্তাঘাটের অভাব নাই। রাস্তাঘাটের উন্নয়নের ফসল এই ধুলুটিয়া বাজার। যা থেকে ধুলুটিয়াবাসী ব্যাপক উপকার পাচ্ছে। ধুলুটিয়াবাসী ফুটবল প্রেমী। তাদের একটি সুন্দর মাঠ রয়েছে। সেটা সংস্কার করার চেষ্টা করেছি, কিন্তু মাঠটি ছোট হওয়ায় সেটা সম্ভব হয় নাই। মাঠে যাওয়ার রাস্তা নাই। আমি চেষ্টা করেছি মাঠের জন্য কিছু করতে। আমি যদি মানুষের ভালোবাসার ভোট পেয়ে আবারো সংসদ সদস্য হতে পারি। তাহলে ধুলুটিয়া অঞ্চলের অসমাপ্ত কাজগুলি করে দিবো। ধুলুটিয়ার মানুষ যাকে বুক দেয়, তাদের পিঠ দেখায় না। ধুলুটিয়াবাসীর ভালোবাসা আমি এখন উপলব্ধি করি। আমি ধুলুটিয়াবাসীর একজন মানুষ। তাদের প্রয়োজনে ঘরে ঘরে যাবো, তাদের জন্য জীবনকে উৎসর্গ করবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমি বিগত ১০ বছরে আপনাদের পাশে ছিলাম। আমি মানুষের প্রয়োজনে রাস্তাঘাট করেছি, শিক্ষার প্রয়োজনে স্কুল-কলেজ করেছি, ব্যবসার প্রয়োজনে বাজারঘাট করেছি, চিকিৎসার প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তায় শেখ হাসিনা মেডিকেল কলেজ করেছি। আমি দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে কাজ করতে চাই। আপনারা আমাকে ভালোবেসে ঈগল মার্কায় ভোট দিন। আমি আপনাদের কাজের লোক। আপনাদের কাজের লোক হয়েই থাকবো।
ধুলুটিয়া রাহ্মানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু, করটিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য আলমগীর শিকদার, আবুল হোসেন, লাভলী আক্তার ও মাহমুদা আক্তার শেলী। এ সময় প্রায় পাঁচশ’ নারী-পুরুষ ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।