
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে। এ ঘটনায় বাসে থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুটিয়া জোড়া ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক ঘাটাইল উপজেলার চৈথট্র এলাকার মৃত ছাত্তার আলীর ছেলে আতিক (৩৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হতাতহরা সবাই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক বাসের যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে পাকুটিয়া জোড়া ব্রীজে টাঙ্গাইলগামী প্রান্তিক বাসের সঙ্গে মধুপুরমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। সংবাদ পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি আটক করে। এ ঘটনায় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।